ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

ইমিগ্রেশন থেকে ক্লিনিকে নিয়ে যাত্রীর পেটে মিললো সোনার বার

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২২, ২০:৪৫

ইমিগ্রেশন থেকে ক্লিনিকে নিয়ে যাত্রীর পেটে মিললো সোনার বার
ফাইল ফটো

বেনাপোল ইমিগ্রেশন থেকে বাংলাদেশি এক যাত্রীর পেট থেকে তিনটি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল ইমিগ্রেশনে এনএসআই ও শুল্ক গোয়েন্দার যৌথ তল্লাশির মাধ্যমে দুইজন যাত্রীকে আটক করে।

পরে তাদের রজনী ক্লিনিকে নিয়ে এক্স-রে করে পেটে দুটি স্বর্ণের বার সাদৃশ্য বস্তু দেখা যায়। পরবর্তীতে তার পেট থেকে দুটি বার কালো টেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। টেপ খুলে তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম।

আটককৃত হলেন, শরিয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে ফাহাদ উজ জামান খান এবং একই গ্রামের কাশেম খানের ছেলে মো. নান্টু। আটককৃতদের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, দুইজন সোনা পাচারকারীর নামে এনএসআই ও শুল্ক গোয়েন্দা মামলা দিয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত