ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

৪২ কেজি রূপার অলঙ্কারসহ দুই যুবক গ্রেপ্তার

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২২, ১৫:৫৩

৪২ কেজি রূপার অলঙ্কারসহ দুই যুবক গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ৪২ কেজি রূপার অলঙ্কারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিকাল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুই যুবক হলেন, ফরিদপুর শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার কাজী হাফিজুল হকের ছেলে কাজী মো. আসাদুজ্জামান (৪০) ও একই এলাকার আসলাম খাঁনের ছেলে মো. সানি খাঁন (২৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ৯টার দিকে জেলা শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় রূপাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। রূপা ছাড়াও এ সময় একটি মোটরসাইকেল, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে রূপার অলঙ্কার এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত