ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

আয়বহির্ভূত সম্পদ অর্জন

শিক্ষা বোর্ডের উচ্চমান সরকারী মাসুদের বিরুদ্ধে দুদকের মামলা

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২২, ১৯:০৬

শিক্ষা বোর্ডের উচ্চমান সরকারী মাসুদের বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: প্রতিনিধি

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও উচ্চমান সহকারী মাসুদ আলমের (৪২) বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ-দখলে রাখার অভিযোগে মামলা দায়ের করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।

শনিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী আহসানুল হক পলাশ বাদী হয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।

আহসানুল হক পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি নিজেই বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং ১০/২২। মাসুদ আলম দিনাজপুর সদরের ৬ নং উপশহরের ইয়াসিন আলীর ছেলে।

আদালতে দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, দুদক কার্যালয়ে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৭ লাখ ৩৭ হাজার ৪৮৮ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন মাসুদ আলম। ৪৩ লাখ ৯০ হাজার ৭৬২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন ও ভোগ-দখলে রাখেন তিনি।

এর আগে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক এ বি এম আব্দুস সবুর স্বাক্ষরিত পত্রে মামলা দায়ের করার জন্য সমন্বিত জেলা কার্যালকে নির্দেশ প্রদান করা হয়। নির্দেশ পাওয়ার পর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক এহসানুল কবীর পলাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আহসানুল কবীর পলাশ বলেন, জেলায় আরও যারা অবৈধ সম্পদ অর্জন করেছেন, তাদের বিরুদ্ধেও দুদক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত