ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

যশোরে ৫ ডায়াগোনেস্টিক সেন্টার বন্ধ

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২২, ১৯:৩২

যশোরে ৫ ডায়াগোনেস্টিক সেন্টার বন্ধ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে যশোরের ৮ উপজেলায় অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়গোনেস্টিক সেন্টার বন্ধে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার এই অভিযানে যশোর শহরের ৫টি ক্লিনিক বন্ধ করে দেয় যশোরের স্বাস্থ্য বিভাগ।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিকের নেতৃত্বে সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর আবু মাউদসহ স্বাস্থ্য বিভাগের কমর্কর্তা এই অভিযানে অংশ নেন।

উল্লেখ্য, যশোরে ২৯১ টি বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়গনিস্ট সেন্টার রয়েছে। ইতিমধ্যে ৫৫ টি ক্লিনিক স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয়েছে।

যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক জানান, এই অভিযান চলমান থাকবে। রোববার জেলা প্রশাসকের সভাপতিত্ব এক সভা হবার কথা রয়েছে। সেখানে বাকি ক্লিনিকের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত