ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বান্দরবানের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

  বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ০১ জুন ২০২২, ২৩:৫৬

বান্দরবানের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

বান্দরবানের থানচিতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

বুধবার উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর পর্যটন কেন্দ্র এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বিজিবির ৩৮ ব্যাটালিয়নের একটি দল উপজেলার বড় পাথর পর্যটন কেন্দ্র এলাকা থেকে এ ৫০ হাজার পিস ইয়াবার চালানটি উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি সেনা রিজিয়নের জোন হিসেবে অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক অর্পিত দায়িত্ব বিজিবির সদস্যরা পালন করে আসছে।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত