ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সীতাকুণ্ডে নিহত ফায়ারলিডার এমরানের লাশ কচুয়ায় দাফন

  চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৪:২৮  
আপডেট :
 ০৭ জুন ২০২২, ১৪:৪৬

সীতাকুণ্ডে নিহত ফায়ারলিডার এমরানের লাশ কচুয়ায় দাফন
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিহত এমরান হোসেন মজুমদারের (৪০) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল আটটার দিকে চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামের নিজ বাড়ির গোরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সোমবার রাতে নিহতের মরদেহ তার নিজ গ্রামে পৌঁছায়।

চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম জানান, নিহত এমরান হোসেন মজুমদার সীতাকুন্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে তিনি মারা যান।

জানাজায় চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম, ইউএনও মোতাছেম বিল্যাহ, কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাহাতাব মন্ডল, ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারগুলো একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ হতে থাকে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত