ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

১৭ বছর ধরে ব্যর্থ, এবার কিভাবে যানজট নিরসন করবেন সাক্কু?

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২২, ০৩:১৫  
আপডেট :
 ১৩ জুন ২০২২, ০৩:২৭

১৭ বছর ধরে ব্যর্থ, এবার কিভাবে যানজট নিরসন করবেন সাক্কু?
ফাইল ফটো

কুমিল্লা নগরবাসীর জন্য অভিশাপের আরেক নাম যানজট। ৬০ লাখ জনসংখ্যার শহরে রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা, মিশুক, সিএনজি চালিত অটোরিক্সার জন্য পা ফেলার সুযোগ নেই। প্রতিদিনই দেখা যায় নগরীর একপ্রান্ত পর্যন্ত একটির পেছনে লেগে আছে আরেকটি গাড়ি। আর এই গাড়ির সারি চলতে চলতে থাকে সকাল থেকে রাত অবধি।

২০০৫ থেকে ২০২২, একবার পৌরসভার মেয়র ও দুইবার সিটি মেয়র মিলিয়ে দীর্ঘ ১৭ বছর টানা কুমিল্লা নগরীর ক্ষমতায় রয়েছেন মনিরুল হক সাক্কু। এত বছর ক্ষমতায় থেকেও কেন সাক্কু নগরবাসীকে এই দুর্বিষহ যানজট থেকে মুক্তি দিতে পারলেন না?

রোববার নির্বাচনী ইশতেহার ঘোষণার পর এমন প্রশ্নের উত্তরে সাক্কু বলেন, ‘যে কোনো কাজ করতে সময়ের প্রয়োজন হয়। যারা এসব পেশায় আছে তাদের ভাত রুটির কথা চিন্তা করতে হবে। তাই আমরা আগামীতে যানজট মুক্ত করতে নতুন প্ল্যান নিয়ে মাঠে নামছি।’

কত সময় হলে সাক্কু যানজট মুক্ত করতে পারবেন? এমন প্রশ্নে সাক্কু বলেন, ‘আমরা দুটি বড় বাজেট পেয়েছি এবং এই বাজেটের পরিকল্পনা অনুসারে বাস্তবায়ন করতে পারলে কুমিল্লা নগরী যানজট মুক্ত হয়ে পড়বে। আশা করি খুব অল্প সময়ে সেটা সম্ভব হবে।’

যেভাবে যানজট নিরসন করবেন সাক্কু-

নগরীর প্রধান সমস্যা যানজট নিরসনের বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন সাক্কু। তিনি বলেন, ‘নগরীতে গাড়ির চাপ কমাতে গাড়িগুলো দুটি সময়ে আলাদা ভাবে চিহ্নিত করে ভাগ করা হবে। অর্ধেক গাড়ি সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে বাকি অর্ধেক বিকেল থেকে রাত পর্যন্ত চলবে। এছাড়া ব্যাটারি চালিত অটোরিক্সাগুলোকে নিষিদ্ধ করা হবে। তার আগে এই পেশায় যারা আছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

যানজট নিরসনের রাস্তা প্রশস্ত ও স্ট্যান্ড গুলোর বিষয়ে সাক্কু বলেন, ‘নতুন পরিকল্পনায় শাসনগাছা বাসস্ট্যান্ড সরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিয়ে যাওয়া হবে। এছাড়া পদুয়ার বাজার এলাকায় যানজট নিরসনে সড়ক চার লেন করাসহ বাসস্ট্যান্ড আরও প্রশস্ত করা হবে। এছাড়া নগরীর চকবাজার এলাকার র্দীঘ যানজট নিরসনে সেখান থেকে বাসস্ট্যান্ড সরিয়ে অন্যত্র নেয়ার পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া যানজট রোধে ফুটপাত দখল মুক্ত করা সহ নানা প্রদক্ষেপ নেয়া হবে।’

সাক্কু আরও বলেন, যে সকল ছোট যানবাহন নগরীর আশেপাশের অঞ্চল থেকে শহরে প্রবেশ করে সেগুলো মার্ক করা হবে। সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর দুটি নির্বাচনে বিএনপির সমর্থনে জয় লাভ করেন সাক্কু। আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটির তৃতীয় নির্বাচন।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত