ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

  নিজস্ব প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২২, ১৩:৫০  
আপডেট :
 ১৭ জুন ২০২২, ১৪:৩১

গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের গ্যাস লাইনে আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করে। তবে অনেকটা সময় পেরিয়েও আগুন নিয়ন্ত্রণে না আসায় এবং আগুনের পরিমাণ বাড়তে থাকায় ফায়ার সার্ভিসের আরও ৩ ইউনিট বাড়িয়ে সর্বমোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

এর আগে শুক্রবার দুপুর ১২ টায় আগুন লাগার বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার তথ্য আসে। পলমল গ্রুপের ভবন নির্মাণের পাইলিং করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা জায়।

আরও পড়ুন: আদমজী ইপিজেডের গ্যাস লাইনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আগুন নিয়ন্ত্রণে প্রথমে আদমজী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের মাত্রা বাড়ায় আরও ৩ ইউনিট যোগ করা হয় আগুন নিয়ন্ত্রণের কাজে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এফজেড/এসএস

  • সর্বশেষ
  • পঠিত