ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

বৃষ্টিতে ব্যহত আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২২, ২০:৪২

বৃষ্টিতে ব্যহত আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম
ছবি: সংগৃহীত

পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে ব্যহত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম।

শনিবার শুধুমাত্র মাছ ও গ্যাসের পাঁচটি গাড়ি প্রবেশ করেছে আগরতলা স্থলবন্দরে। তবে রপ্তানি পণ্য বোঝাই অন্তত ২০টি ট্রাক আগরতলায় ঢুকতে না পেরে স্থলবন্দরে আটকা পড়ে আছে। এর মধ্যে রড, সিমেন্ট ও তুলা বোঝাই ট্রাক রয়েছে।

পণ্য বোঝাই ট্রাকগুলো বন্দরের ট্রাকইয়ার্ডে রাখা হলেও কোনো শেড না থাকায় পণ্যগুলো ভিজে নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিত) মো. জাকির হোসেন জানান, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বন্দরের পাশের সড়কগুলো পানিতে তলিয়ে যাচ্ছে। ওপারের অবস্থাও খারাপ বলে শুনেছি। বৃষ্টি অব্যাহত থাকলে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত