ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

কলকাতাগামী বাস থেকে ১০ পিস সোনার বার উদ্ধার

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২২, ১৮:৩৪

কলকাতাগামী বাস থেকে ১০ পিস সোনার বার উদ্ধার
ছবি: প্রতিনিধি

যশোরের বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহন থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১০ পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঢাকা থেকে কলকাতাগামী গ্রীন লাইন (ঢাকা মেট্টো-ব-১৪-১১৬৮) পরিবহনের সীটের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ সোনার চালানটি উদ্ধার হয়। তবে কোনো পাচারকারী আটক করা যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চালানটি বেনাপোল স্থলবন্দরে নির্মিত বাস টার্মিনালের মধ্যে থেকে উদ্ধার হয়।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীন লাইনের ওই পরিবহনটি তল্লাশি করে ১০ পিস ছোট-বড় সোনার বার উদ্ধার করা হয়। যার পরিমাণ ৭৬৬ গ্রাম। উদ্ধার করা সোনার বাজারমূল্য ৬৫ লাখ৮৭ হাজার ৬০০ টাকা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত