ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইবিতে আনন্দ শোভাযাত্রা

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২২, ১৩:৫৭

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইবিতে আনন্দ শোভাযাত্রা
ছবি- প্রতিনিধি

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বেলুন উড়িয়ে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

শনিবার সকাল সাড়ে নয়টায় দিকে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষক শিক্ষার্থী শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরূত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে টিএসসির সামনে গিয়ে শেষ হয়। পরে টিএসসিসির অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর সেতু উদ্বোধন অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে দেখানো হয়।

সম্প্রচার অনুষ্ঠান শেষে সেখানে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এ সময় তিনি বলেন, ‘পদ্মা শুধু একটি সেতু নয়। এটি আমাদের গর্ব, আমাদের অহংকার। শত বাধা পেরিয়ে গড়ে উঠা এই সেতু আমাদের সক্ষমতার প্রতীক। অনেকেই মনে করছে পদ্মাসেতু আমাদের আঞ্চলিক যোগাযোগ ব্যাবস্থাকে উন্নত করবে। কিন্তু এটি শুধু আঞ্চলিক যোগাযোগ ব্যাবস্থাকেই উন্নত করবেনা ভবিষ্যতে বিশ্বযোগাযোগ ব্যাবস্থাতেও গুরূত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত