ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

বিপিএমসিএ’র পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ সহায়তা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২২, ১৮:১৯  
আপডেট :
 ২৭ জুন ২০২২, ১৮:২৫

বিপিএমসিএ’র পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ সহায়তা

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) পক্ষ থেকে সিলেট বিভাগের বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

সোমবার সিলেটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ১০ লাখ টাকার ত্রাণ সামগ্রী তুলে দেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এমএ মুবিন খান ও সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান এমপি।

এর আগে গত ২২ জুন বিপিএমসিএর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের হাতে ত্রাণ সহায়তার ২০ লাখ টাকা তুলে দেয়া হয়।

এদিকে দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি, ত্রাণ ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী জানান, বর্তমানে সিলেটে ১৪০টিরও বেশি মেডিকেল টিম কাজ করছে। প্রস্তুত রয়েছেন আরও দুহাজারের বেশি কর্মী।

বন্যা কবলিত এলাকায় কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে সৃষ্ট সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত