ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পদ্মা সেতু: বাইক বন্ধ, কমেছে টোল আদায়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২২, ১৩:৩৭

পদ্মা সেতু: বাইক বন্ধ, কমেছে টোল আদায়
ছবি: সংগৃহীত

পদ্মা সেতু উদ্বোধনের পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এদিন এই সেতুতে যত গাড়ি পার হয়েছিল, মোটরসাইকেল ওঠা বন্ধের পর সেই সংখ্যা নেমে এসেছে এক-চতুর্থাংশে। এবং টোল আদায় কমেছে পৌনে ১ কোটি টাকা।

সেতু বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, প্রথম দিন মোটরসাইকেল চলাচল করলেও দ্বিতীয় দিন তা নিষিদ্ধ করে দেয়ার ফলে টোল আদায়ে তার প্রভাব পড়েছে।

উদ্বোধনের পর দিন রোববার সকাল ৬টায় বহু প্রতীক্ষিত পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।

এরপর প্রথম ২৪ ঘণ্টায় ৬১ হাজার গাড়ি পার হয়ে মোট টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৫ লাখ টাকা।

প্রথম দিনে মোটর বাইকেরও সেতুতে ওঠায় মানা ছিল না। ১০০ টাকা টোল দিয়ে বাইক চলাচল করছিল।

কিন্তু বিশৃঙ্খলা এবং একটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর সোমবার সকাল ৬টা থেকে মোটর সাইকেলের সেতুতে ওঠা নিষিদ্ধ করা হয়।

সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাব জানতে চাইলে সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫ হাজারের মতো যানবাহন পার হয়েছে। এখানে প্রায় দুই কোটি টাকার মতো টোল আদায় হয়েছে।

টোল আদায় সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই সময়ে মোট ১৫ হাজার ৪২৯টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ টাকা।

এই সময়ে মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে উঠেছে ৭ হাজার ৬৬১টি যানবাহন। টোল আদায় হয়েছে ৯৯ লাখ ৪৭ হাজার টাকা।

জাজিরা প্রান্ত থেকে সেতুতে উঠেছে ৭ হাজার ৬৬৮টি যানবাহন। এ বাহনগুলো টোল দিয়েছে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫৯ টাকা।

যানবাহন এত কমে যাওয়ার কারণ জানতে চাইলে তোফাজ্জল বলেন, “প্রথম ২৪ ঘণ্টায় যে সব যানবাহন পারাপার হয়েছে, তার মধ্যে ৭৫ ভাগই ছিল মোটরসাইকেল। গতকাল তো মোটরসাইকেল বন্ধ, তাই কমেছে।”

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত