ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

সিলেটে বৃষ্টি, আবারও বন্যার শঙ্কা

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২২, ১৩:৫৪

সিলেটে বৃষ্টি, আবারও বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত

সিলেটে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও এখনও অনেকেই অবস্থান করছেন আশ্রয়কেন্দ্রে। এর মধ্যেই মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে সিলেটে। এতে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে এ জেলায়।

পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী কয়েক দিন সিলেটে বৃষ্টি হতে পারে। ভারতে বৃষ্টি হলে সিলেটের দিকে পাহাড়ি ঢল নামবে। এতে আবারও পানি বৃদ্ধির সম্ভাবনা আছে।

সিলেটে গত দেড় মাসের ব্যবধানে দুই দফা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১২ মে থেকে সিলেট শহরসহ বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছিলো। সে দফায় প্রায় ১০ দিন পর পানি নেমে যায়। কিন্তু ১৪ জুন থেকে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছিলো।

সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার তুলনায় আজ সকাল নয়টায় পানি দশমিক শূন্য ৬ শতাংশ কমেছে। নদীর ওই অংশে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টার মধ্যে বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার। নদীর সিলেট পয়েন্টে গতকালের তুলনায় পানি কমেছে একই পরিমাণে। আজ সকাল নয়টা পর্যন্ত সিলেট পয়েন্টে পানি ছিলো ১০ দশমিক ৬১ সেন্টিমিটার। সিলেট পয়েন্ট এলাকায় বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার।

কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে বিপৎসীমা ১৫ দশমিক ৪০ সেন্টিমিটার। সেখানে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পানি ছিলো ১৬ দশমিক ৮৫ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় সেখানে পানি ছিলো ১৬ দশমিক ৭৪ সেন্টিমিটার। নদীর শেওলা পয়েন্টে পানি বিপৎসীমার দশমিক ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে পানি ছিলো ১৩ দশমিক ৫০ সেন্টিমিটার। নদীর শেরপুর পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক শূন্য ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকাল নয়টায় ওই পয়েন্টে পানি ১০ দশমিক ৪৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া লুভা নদীর পানি লুভা পয়েন্টে ১৩ দশমিক ৫৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বাইরে বেড়েছে লুভা, সারি নদী ও ধলাই নদের পানি। সারি নদীর সারিঘাট পয়েন্টে পানি গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ দশমিক ৩৭ সেন্টিমিটার থাকলেও আজ সকাল নয়টায় সেটি বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ১২ সেন্টিমিটারে পৌঁছেছে। ধলাই নদীর ইসলামপুর পয়েন্টে পানি গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ দশমিক ৫ সেন্টিমিটার থাকলেও আজ সকাল ৯টায় সেটি ১০ দশমিক শূন্য ৩ সেন্টিমিটারে পৌঁছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত