নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২২, ১৬:০৬

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র মারা গেছেন বলে জানা গেছে। নিহত শিক্ষার্থীর নাম নূর হোসেন। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী।
|আরো খবর
মঙ্গলবার সকাল ১০টায় ফতুল্লার ইসদাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নূর হোসেন ফতুল্লা স্টেশন থেকে কলেজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কলেজের পরিচয়পত্র দেখে এলাকাবাসী স্বজনদের খবর দেন। পরে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের সহপাঠীরা।
নূর হোসেন তোলারাম কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ফতুল্লার দাপা এলাকার রাজু মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দীপু এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/রাজু