সমগ্র বাংলাদেশই বঙ্গবন্ধুর স্মৃতি: নৌ প্রতিমন্ত্রী
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২২, ১৭:১৭

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্মৃতি শুধু একটি স্থানে সীমাবদ্ধ নয়, সমগ্র বাংলাদেশই তার স্মৃতি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।
|আরো খবর
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোর দিশারী হয়ে বাংলাদেশকে তুলে এনেছেন গর্ব ও অহংকারে জায়গায়। আমরা পদ্মা সেতু পাড় হয়ে জাতির পিতার সমাধিতে এসেছি। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি শক্তি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলেছেন।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এসকে