চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যান আরোহীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২২, ১২:২৮

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজদি সড়কের কানসাট এলাকায় ট্রলির ধাক্কায় এক ভ্যান আরোহী নারীর মৃত্যু হয়েছে।
|আরো খবর
শনিবার (২ জুলাই) সকালে কানসাট বাশ পট্টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলো, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামের লালচান আলীর স্ত্রী লালবানু বেগম (৫২)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে ভ্যানে সোনামসজিদ থেকে কানসাট আসার পথে পেছন থেকে একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কায় দেয়। এতে ভ্যান থেকে লালবানু পড়ে যায়। পড়ে যাওয়ার পর ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জার্নাল/এসএস