চট্টগ্রামে কাউন্সিলরের পুত্রবধূর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২২, ১৫:৩৩

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুত্রবধূর নাম রেহেনুমা ফেরদৌস, তিনি কাউন্সিলরপুত্র নওশাদুল আমিনের স্ত্রী।
|আরো খবর
শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে কাউন্সিলরের ছেলে নওশাদুলের বাসা থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছি।
তিনি আরও জানান, কাউন্সিলরের পরিবারের সদস্যদের দাবি রেহনুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবার এখনও (এ রিপোর্ট লেখা পর্যন্ত) থানায় কোনো অভিযোগ করেনি।
এ বিষয়ে ওসি মোস্তাফিজুর বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তদন্ত করে বিষয়টি দেখছি।
বাংলাদেশ জার্নাল/রাজু