ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ০২ জুলাই ২০২২, ১৯:১৭

লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ৬ষ্ঠ শ্রেণির দুই মাদ্রাসাছাত্রীকে ইভটিজিং করার দায়ে দুই যুবককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত আহাদ হোসেন (২৩) এবং জাহিদুল ইসলাম সবুজ (১৯) নামের ওই যুবককে কারাগারে পাঠান।

এর আগে উপজেলার হালিমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার দুই ছাত্রীকে পূর্বলাছ এলাকার খেজুরতলা এলাকায় উত্যাক্ত করে ওই দুই যুবক।

রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, উপজেলার পূর্বলাছ এলাকায় দীর্ঘদিন ধরে ইভটিজিং করছিলো বখাটেরা। শনিবার দুপুরে মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রীকে উত্যক্ত করছিল। এ সময় স্থানীয় তাদের আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে কুপ্রস্তাব ও নারী শ্লীলতাহানির অপরাধ স্বীকার করায় দুই যুবককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ সময় রায়পুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত