ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

প্রথমধাপে ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবার পাবে ১০ হাজার টাকা

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ১৭:৪০

প্রথমধাপে ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবার পাবে ১০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

চলতি বছর ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট জেলা। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৪১ হাজার ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রথম কিস্তিতে ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ৫ কোটি টাকা অনুদান পেয়েছি। সিলেট জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪১ হাজার ঘরবাড়ি। সোমবার (৪ জুন) থেকে বিভিন্ন উপজেলায় প্রথমধাপে ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে এই অনুদান বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত অন্যান্যের মধ্যে পূনর্বাসনের জন্য আর্থিক অনুদান দেয়া হবে।

এ সময় তিনি আরও জানান, সিলেট জেলায় ৬৫৪টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৬৩২ জন লোক আশ্রয় নেন। এখনও ৪৫৪টি আশ্রয়কেন্দ্রে পয়ত্রিশ হাজার ছয়শ পঁচাশি জন লোক অবস্থান করছেন।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত