আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ১৩:৪১

চলতি বছর সৌদিতে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত হজে গিয়ে ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী।
|আরো খবর
মৃত ব্যক্তির নাম মো. খয়বর হোসেন (৫৫)। তিনি বাংলাদেশের রংপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: EF0156162। রোববার (৩ জুলাই) পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়।
খবরটি নিশ্চিত করেছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়। খবরটি মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে প্রকাশিত হয়েছে।
চলতি বছরের ৫ জুন হজ ফ্লাইট শুরুর পর এখন পর্যন্ত হজে গিয়েছেন ৫৬ হাজার ৯৫২ বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৮৯০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা ৫৩ হাজার ৬২ জন।
হজে গিয়ে মারা যাওয়া যাত্রীরা হলেন: মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, ঢাকা জেলার তপন খন্দকার, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, সিরাজগঞ্জ কামারখন্দের রফিকুল ইসলাম, টাঙ্গাইলের আব্দুল গফুর, রংপুরের পীরগাছার মো. আবদুল জলিল খান, ঢাকার বিউটি বেগম, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির ও রংপুরের মো. খয়বর হোসেন।
বাংলাদেশ জার্নাল/রাজু