ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

পাঁচ খাত নিয়ে টিআইবির প্যাকটা প্রকল্প অবহিতকরণ সভা

  বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ২১:২৪

পাঁচ খাত নিয়ে টিআইবির প্যাকটা প্রকল্প অবহিতকরণ সভা

বরগুনা সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌরসভা মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেমের (টিআইবি) পাঁচ বছর মেয়াদী (জানুয়ারী ২০২২-ডিসেম্বর ২০২৬) পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন; টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সনাক সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) শুভ্রা দাস।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস।

সনাক সহ-সভাপতি মনির হোসেন কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি ডেন্টিস মনিজা, প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, ডা. ধীরেন্দ্রনাথ সরদার, প্রেসক্লাব সদস্য সাংবাদিক জাকির হোসেন মিরাজ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হাওলাদার প্রমুখ।

টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের খুলনা ক্লাস্টারের কোঅর্ডিনেটর ফিরোজ উদ্দিন তার উপস্থাপনায় প্যাকটা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, আওতাভুক্ত খাতসমূহ, প্রকল্পের অংশীজন, বাজেট ও বাস্তবায়ন পদ্ধতি সর্ম্পকে বিস্তারিত আলোচনায় এমন তথ্য উঠে আসে।

বিশেষ অতিথির বক্তব্যে বরগুনা প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস বলেন, আজ শিক্ষক কেন লাঞ্ছিত হচ্ছে? এর জন্য কি কেবল শিক্ষার্থী দায়ী? এর সাথে অবশ্যই রাজনৈতিক পরিধি, অভিভাবক ও শিক্ষকদের দায়সারা শিক্ষাকে দোষারোপ করেন তিনি।

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে শুভ্রা দাস বলেন, দুর্নীতি সমাজের সকল স্তরকে ক্ষতিগ্রস্ত করে। তাই সকলে মিলেই এটিকে প্রতিহত করতে হবে। আমাদের স্ব-স্ব ধর্মীয় অনুশাসন মেনে পরিবার থেকেই দুর্নীতিবিরোধী চর্চা চালিয়ে যেতে হবে এবং সকলকে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে হবে। স্বাগত জানাই টিআইবির প্যাকটা প্রকল্পকে।

প্রকল্প অবহিতকরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্যবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধি, সনাক এর ইয়েস সদস্যবৃন্দ, টিআইবির প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন সুধীজন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত