ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

সৌদিতে মারা গেলেন আরও ১ হজযাত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ০৮:৫৮

সৌদিতে মারা গেলেন আরও ১ হজযাত্রী
ফাইল ছবি। সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মৃত্যু হয়েছে আরও এক বাংলাদেশির (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ জুলাই) রাত ২টায় প্রকাশিত এক হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এই নিয়ে এই বছর হজে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৩ জন বাংলাদেশির মৃত্যু হলো।

মারা যাওয়া সর্বশেষ এই হজযাত্রীর নাম মো. আব্দুল মোত্তালিব (৫৮), পাসপোর্ট নম্বর BT0686710। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি ৪ জুলাই মক্কা নগরীতে মারা গেছেন।

এই নিয়ে চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ১৩ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেলো। তাদের মধ্যে ৯ জন পুরুষ আর ৪ জন নারী।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন্সের মোট ১৬৫টি হজ ফ্লাইটে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ পালন শেষে আগামী ১৪ জুলাই বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৪ আগস্ট।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত