রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ০৯:৫০

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মো. ইমরান হোসেন খান (৩৫)।
|আরো খবর
মঙ্গলবার (৫ জুলাই) রাতে লাভ রোড ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতরত আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে লাভ রোড ওভার ব্রিজের নিচ থেকে গুরুতর আহতাবস্থায় অটোরিকশাচালক ইমরান উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার কাছে থাকা কাগজপত্র থেকে নাম-ঠিকানা জানা যায়।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার মো. মফিজ খানের ছেলে। বর্তমানে খিলগাঁও এলাকায় থাকতেন। পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/রাজু