সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ১০:০৬

নওগাঁর সাপাহার সীমান্তবর্তী পুনর্ভবা নদী থেকে রমজান আলী নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
|আরো খবর
মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রমজান আলী উপজেলার পাতাড়ী দক্ষিণপাড়া গ্রামের জোহাত আলীর ছেলে।
সাপাহার থানার ওসি মাহমুদ পরিবারের বরাত দিয়ে জানান, রোববার (৩ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিল রমজান। মঙ্গলবার সকালের দিকে সীমান্তবর্তী পুনর্ভবা নদীতে তার মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ হেফাজতে নেয় পুলিশ।
ওসি জানান, মরদেহ সুরতহালে পিঠের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া যায়। এরইমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান জানান, মৃতদেহ উদ্ধারের খবর লোকমুখে শুনেছেন তারা। অবশ্য এই ক্ষেত্রে বিএসএফের যদি কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে পরবর্তীতে পদক্ষেপ নেবে বিজিবি।
বাংলাদেশ জার্নাল/ওএফ