দিনাজপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ১০:৪০

দিনাজপুর সদর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
দিনাজপুর সদর কোতুয়ালি থানার ইনচার্জ মোহাম্মদ তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বিউটি আক্তার (৩৫) ও তার মেয়ে ফাহিমা আক্তার (১২)। বিউটি আক্তার দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা মহেশপুর গ্রামের হোসাইনের স্ত্রী।
ওসি মোহাম্মদ তানভিরুল ইসলাম বলেন, আজ বুধবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি ট্রাক মা ও মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ