গুড়া মশলায় রঙ-চাউলের গুড়া মিশিয়ে বিক্রি, মিল মালিককে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ১৪:৫৪

চাঁপাইনবাবগঞ্জে গুড়া মশলায় রঙ এবং চাউলের গুড়া মিশিয়ে বিক্রির দায়ে তরিকুল ইসলাম নামে এক মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
|আরো খবর
বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার নরেন বাজার এলাকার তরিকুল ইসলামের গুড়া মশলার মিলে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ভেজাল গুড়া মশলা জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) সহকারী পরিচালক উসমান গনি জানান, তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির মিলে অভিযান চালিয়ে রঙ ও চাউলের গুড়া মেশানো গুড়া মশলা জব্দ করা হয়েছে। এঘটনায় তরিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর কোব্বত আলীসহ শিবগঞ্জ থানা পুলিশের একটি দল।
বাংলাদেশ জার্নাল/ওএফ