২৪ ঘণ্টার মধ্যে লালমনিরহাটে পানিতে ডুবে তিনজনের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ১৮:২৫

লালমনিরহাটে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে ও একজন যুবক নিখোঁজ রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় পৃথক এ ঘটনাগুলো ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
|আরো খবর
জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে ওই এলাকার বাবুল মিয়ার ছেলে আব্দুল সালামের (৭) মৃত্যু হয়।
একইদিনে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ব্রমত্তর এলাকায় রেয়াজুল ইসলামের দেড় বছরের ছেলে সন্তান পুকুরের পানিতে ডুবে মারা যায়।
বুধবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে পশ্চিম বেজগ্রাম এলাকায় বাড়ির পাশে পুকুরপড়ে অপর এক শিশুর মৃত্যু হয়।
এছাড়া বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলা ডাউয়াবাড়ী ইউনিয়নের সোহাগের বাজার এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ১৮/১৯ বছরের এক যুবক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ডুবুরিদল কাজ করছে।
বাংলাদেশ জার্নাল/এসকে