ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

যশোরে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দের পর ধ্বংস

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ২২:১৩

যশোরে জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দের পর ধ্বংস
ছবি: প্রতিনিধি

যশোরে জেলি পুুশ করা এক ট্রাক চিংড়ি জব্দ করে তা ধ্বংস করেছে র‍্যাব। এই ঘটনায় চিংড়ির মালিক খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরঘোসা বেতা গ্রামের গ্রামের মৃত বদরুদ্দীন মোড়লের ছেলে হাইদুল মোড়লকে (৩৮) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৬ যশোরে ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি মোবাইল কোর্ট বুধবার সন্ধ্যার দিকে এসব চিংড়ি জব্দ করে।

র‍্যাব জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের রাজারহাট মোড়ে অস্থায়ী চেকপোস্ট বাসিয়ে খুলনার ডুমুরিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে। এ সময় ৭টি ককশিটে থাকা ১০৫ কেজি চিংড়ি জব্দ করা হয়।

পরে জেলা মৎস অফিসার ও সদর উপজেলার নির্বাহী অফিসারের সমন্বয়ে গঠিত একটি মোবাইল কোর্ট ওই চিংড়ি পরীক্ষা করে তাতে ক্ষতিকারক জেলির সন্ধান পায়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চিংড়ির মালিক হাইদুল মোড়কে ২৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত চিংড়ি ধ্বংস করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত