ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

দুই আইনজীবীর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

  কুষ্টিয়ায় প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২২, ০৯:৪০

দুই আইনজীবীর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে দুই আইনজীবীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় শওকত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত শওকত আলী ওই এলাকার হোসেন আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, এলাকায় এ্যাডভোকেট মারুফ ও এ্যাভোকেট লিপসন নামের দুইজন আইনজীবী থাকায় তাদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। ঈদে দুই আইনজীবী বাড়িতে আসায় তাদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে রাতে লিপসনের বাড়ি ঘেরাও করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় শওকত আলীসহ উভয় পক্ষের ১০জন আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শওকত আলী সেখানে মারা যায়। নিহত শওকত আলী এ্যাডভোকেট মারুফের সমর্থক বলে জানা গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত