ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

চবি উপাচার্য ভবনের সামনে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২২, ০৯:১৬  
আপডেট :
 ২১ জুলাই ২০২২, ০৯:৩০

চবি উপাচার্য ভবনের সামনে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নোটিশ দেয়ার পর আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এসময় প্রক্টরের পদত্যাগ, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেন তারা।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

তিন দিন আগে ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তারপর বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের রাতে হলে ফেরার সময়সীমা বেঁধে দেয়। এতে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দেয়।

ছাত্রীদের ৪ দফা দাবিগুলো হলো-

১. বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা।

২. অকার্যকর যৌন নিপীড়ন সেল কার্যকর করা।

৩. রাত ১০টার আগে হলে প্রবেশের নির্দেশ বাতিল করা।

৪. চার দিনের মধ্যে চলমান সব হেনস্তা ইস্যুর বিচার করা।

গত রোববার রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাঁচ তরুণ এক ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ রেখে দুজনকে ছেড়ে দেন ওই তরুণেরা।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত