ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ১১:৪৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি
ছবি: সংগৃহীত

নিয়ন্ত্রণ হারিয়ে কনটেইনারবাহী লরি উল্টে যাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দেখা দেয় তীব্র যানজট। শেষ খবর পাওয়া পর্যন্ত দাউদকান্দির জিংলাতলী থেকে শুরু করে প্রায় ১৫ কিলোমিটার অংশে যানবাহন চলছে ধীরগতিতে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। তখন থেকে যানজট ছিলো। তবে সকাল থেকে আমার এলাকায় যানবাহনের জটলা নেই, কিন্তু ধীরগতি আছে।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, রাত ১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঢাকামুখী কনটেইনারবাহী লরি উল্টে যায়। এতে রাতে যানবাহনের জটলা লাগে। রেকার ও ক্রেন দিয়ে দীর্ঘ সময়ের চেষ্টার পর লরিটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সরানো হয়। সেটি সরানোর পর থেকে যানবাহনের জটলা ভাঙে। এখন সেই জটলা নেই, তবে ধীরগতি আছে। আরও আধাঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত