ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রংপুরে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ১৭:২৫

রংপুরে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ২০ বছর আগে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন, রফিকুল ইসলাম ও শাহ আলম। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক হাসনাইন।

তিনি জানান, আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাদের এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন। ব

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০২ সালের ১৪ মে মিঠাপুকুর উপজেলার মুরাদপুর গ্রামের এক কিশোরী একই গ্রামে তার বড় বোনের বাড়িতে যায়। ওইদিন রাতে মেয়েটি বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে রফিকুল ও আলম তাকে অস্ত্রের মুখে অপহরণ করে।

পরে বাড়ির অদূরে একটি ক্ষেতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে তারা। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে রফিকুল ও আলম পালিয়ে যায়।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পীরগজ্ঞ থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে তিনি আদালতে মামলা দায়ের করলে বিচারক তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে পীরগজ্ঞ থানা পুলিশকে আদেশ দেয়।

তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত