ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ডিএসসিসি ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা হবে বৃহস্পতিবার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ২২:৩১

ডিএসসিসি ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা হবে বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৪ আগস্ট)। এদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করবেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২২-২৩ অর্থবছরের ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। গত ২৬ জুলাই নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেয়া হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেয়া হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত করপোরেশন সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট ১ হাজার ৯২৩ কোটি টাকা অনুমোদন দেয়া হয়। অথচ ২০২১-২২ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছিলো ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা। এছাড়া ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছিলো। এ অবস্থায় এবার ২০২২-২৩ অর্থবছরে ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংস্থাটি। যা আগামীকাল বাজেট হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত