ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হোটেলের খাবারে তেলাপোকা, ৪০ হাজার টাকা জরিমানা

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ০৮:৩৪  
আপডেট :
 ০৪ আগস্ট ২০২২, ০৯:৩৯

হোটেলের খাবারে তেলাপোকা, ৪০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ভালুকায় খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগে হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন।

বুধবার (৩ আগস্ট) বিকেলে পৌর শহরের সেভেন স্টার হোটেল মালিককে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সালমা খাতুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকেলে স্থানীয় সংবাদকর্মী শফিউল্লাহ আনসারী তার সহকর্মী ছয়জন শিক্ষককে নিয়ে সেভেন স্টার হোটেলে খাবার খেতে যান। এ সময় তারা খাবারে তেলাপোকা দেখতে পেয়ে হোটেল মালিককে জানালে উল্টো হোটেল মালিক তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনকে জানালে তিনি সেভেন স্টার হোটেলে গিয়ে বিভিন্ন খাবার পরিদর্শন করেন। এ সময় হোটেলে অনিয়ম এবং খাবারে তেলাপোকা পাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত হলে হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত