ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

বাগেরহাটে নছিমন উল্টে চালক নিহত, ৩ গরুর মৃত্যু

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ১২:৩৮

বাগেরহাটে নছিমন উল্টে চালক নিহত, ৩ গরুর মৃত্যু
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় গরুবাহী নছিমন উল্টে চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম ফজর আলী (২৭)। এ সময় নছিমনের যাত্রী বাবা-ছেলে আহত হয়েছেন।

নিহত ফজর আলী চিতলমারী উপজেলার বারাসিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে। আহতরা হলেন- একই এলাকার আব্দুল হক সরদার (৬০) ও তার ছেলে শাহাদৎ (৩০)। বাবা-ছেলে দুজনই গরু ব্যবসায়ী। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার আগস্ট সকালে উপজেলার পাগলা শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়াও নছিমনে থাকা পাঁচটি গরুর মধ্যে তিনটি গরু মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ আবুল হাসান জানান, চিতলমারী থেকে নসিমনে গরু নিয়ে ফকিরহাট উপজেলার বেতাগা বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন বাবা-ছেলে। ঘটনাস্থলে নসিমনকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে নসিমনটি উল্টে খাদে পড়ে যায় এতে চালক ফজর আলী নিহত হন। গরু ব্যবসায়ী বাবা-ছেলে আহত হয়। এই ঘটনায় নসিমনে থাকা ৫ টি গরুর মধ্যে ৩টি গরু মারা যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত