বিদ্যুৎসহ তেল-গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ১৬:৩১ আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৬:৪৩

বিদ্যুতের পাশাপাশি আবারও তেল-গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
|আরো খবর
তিনি বলেন, বিদ্যুতের দামের সমন্বয়ের ব্যাপারে অপেক্ষায় আছি। গ্যাসের ব্যাপারে আরেকটা সমন্বয়ে যেতে চাচ্ছি। এছাড়া তেলেরও একটা সমন্বয় হওয়া দরকার বলে মনে করছি।
আর চলমান জ্বালানি সাশ্রয়ী নীতিতে রাজধানীতে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা সহনীয় থাকলেও ঢাকার বাইরে লোডশেডিংয়ে সইতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, আগামী মাসে উন্নতি হতে পারে পরিস্থিতির।
তবে গত দুই সপ্তাহে কতটা সাশ্রয় হলো জ্বালানির? এমন প্রশ্নে তিনি জানান, আমাদের কাছে গত মাসের বিল আসছে। কী পরিমাণ পার্থক্য হলো, সেটা আর এক মাস গেলে বুঝতে পারব।
আরও পড়ুন: সরকারি কর্মকর্তারা গাড়ির অপব্যবহার করলে ব্যবস্থা
বাংলাদেশ জার্নাল/এমএম