নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে আড়াই বছরের শিশু মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ১৭:১৭

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আদিল হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
|আরো খবর
শুক্রবার সকালে উপজেলার যোগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদিল ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের যোগিপাড়া গ্রামের আলেপ হোসেনের ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বাড়ির মধ্যে খেলছিল শিশু আদিল। এক পর্যায়ে বারান্দায় চার্জে থাকা অটোভ্যানের তারে হাত স্পর্শ করলে দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ জার্নাল/এসকে