ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ভাড়া বেড়েছে কুমিল্লা-চট্টগ্রামগামী গণপরিবহনে

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ১২:৩৭  
আপডেট :
 ০৬ আগস্ট ২০২২, ১৪:২১

ভাড়া বেড়েছে কুমিল্লা-চট্টগ্রামগামী গণপরিবহনে
ছবি: প্রতিনিধি

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া বেড়েছে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী গণপরিবহনে। শনিবার সকালে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।

গতকাল পর্যন্ত কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া তিশা প্লাটিনাম বাসের ভাড়া ছিলো ২৪০টাকা। কিন্তু আজ সকাল থেকে নেয়া হচ্ছে ২৯০ টাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে পূর্ব ঘোষণা ছাড়াই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

বাসের এক সুপারভাইজার বলেন, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া বাড়ানো হয়েছে। অপরদিকে চট্টগ্রাম সিটিতে বাস ধর্মঘট চলায় সেখানে আটকা পড়েছে গাড়িগুলো। তাই চট্টগ্রামগামী বাসের সংকট তৈরি হয়েছে।

কুমিল্লা থেকে চট্টগ্রামগামী গ্রাম বাংলা পরিবহনের টিকিট ম্যানেজার কেফায়েত উল্যাহ বলেন, আগে চট্টগ্রামের ভাড়া ছিলো ২৪০ টাকা। আজ ২৭০ টাকা নেয়া হচ্ছে।

জহির হোসেন নামে এক যাত্রী বলেন, ডিজেলের দাম লিটারে বাড়ানো হয়েছে ৫০ টাকা। আর বাস মালিকরা সিট প্রতি ৫০ টাকা বাড়িয়েছে। তবুও ঠিকমতো গাড়ি পাওয়া যায় না। দুর্ভাগ্য আমাদের।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত