ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

নতুন ভাড়া নির্ধারণে লঞ্চ মালিক সমিতির বৈঠক আজ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১২:২১  
আপডেট :
 ০৭ আগস্ট ২০২২, ১৫:১৪

নতুন ভাড়া নির্ধারণে লঞ্চ মালিক সমিতির বৈঠক আজ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া পর লঞ্চের ভাড়াও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি। রোববার নতুন ভাড়া নির্ধারণে নিজেদের মধ্যে আলোচনায় বসবে মালিক সমিতি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, রোববার অফিস চালু হওয়ার পর ভাড়া নির্ধারণ নিয়ে নিজেদের মধ্যে বসব। এরপর বসব সরকারের সঙ্গে।

একদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অন্যদিকে যাত্রী কম থাকায় লঞ্চের ভাড়া না বাড়ালে আর্থিকভাবে ক্ষতির কথাও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাড়া না বাড়ালে তো মারা যাব।

শুক্রবার রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম অনেকটা বাড়ানোর ঘোষণা আসে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বেড়ে হয়েছে প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা। আর অকটেনের দাম বেড়েছে ৫১.৬৮%, প্রতি লিটার কিনতে গুনতে হবে ১৩৫ টাকা।

তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরে শনিবার সকাল থেকেই। ঢাকার সড়কে বাসের উপস্থিতি কমে দুর্ভোগে পড়েন নগরবাসী। দিনভর সবার নজর ছিল পরিবহন মালিক সমিতির সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠকের দিকে। দীর্ঘ বৈঠক শেষে শনিবার রাতে দূর পাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা থেকে ২২ শতাংশ বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত