ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

অতিরিক্ত ভাড়া আদায়, ১৫ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

  নিজস্ব প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১৯:২৩  
আপডেট :
 ০৭ আগস্ট ২০২২, ১৯:২৭

অতিরিক্ত ভাড়া আদায়, ১৫ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা
ছবি-নিজস্ব

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ)। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১৫টি মামলায় ৩২ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সিএনজিতে চললেও ডিজেলে চলার কথা বলে ভাড়া নেয়ার অপরাধে বনশ্রী পরিবহনের একটি গাড়িকে ডাম্পিং করা হয়েছে।

এদিকে রুট ভায়োলেশন, রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীনসহ অন্যান্য অপরাধের দায়ে ৯৩টি মামলায় মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ’র মোবাইল কোর্ট। সেইসঙ্গে ২টি গাড়ি ডাম্পিং এবং ২জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস

  • সর্বশেষ
  • পঠিত