ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

মালয়েশিয়াগামী কর্মীদের প্রথম ফ্লাইট রাতে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ১৭:৫১  
আপডেট :
 ০৮ আগস্ট ২০২২, ১৭:৫৬

মালয়েশিয়াগামী কর্মীদের প্রথম ফ্লাইট রাতে

শ্রমবাজার খুলে দেয়ার পর অবশেষে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের কর্মীরা। সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে যাচ্ছেন কর্মীদের এ দলটি।

ফ্লাইট ছাড়ার আগে বিমানবন্দরে তাদের সঙ্গে দেখা করবেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারা।

২০১৮ সালের আগস্টে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধের ঘোষণা আসে মালয়েশিয়ার পক্ষ থেকে। দীর্ঘ আলোচনা-যোগাযোগের পর গত বছরের ১৯ ডিসেম্বর দু দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা সই হয়। পরে গত জুন মাসে ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। একই সঙ্গে জুনের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। কিন্তু দীর্ঘসূত্রতা কিছুতেই পিছু ছাড়ছিল না মালয়েশিয়ার শ্রমবাজারের।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত