ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

২৪ বাসকে ৯২ হাজার টাকা জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ১৯:৫৬

২৪ বাসকে ৯২ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বৃহস্পতিবার রাজধানীতে ১০টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংস্থাটি।

এ সময় ভ্রাম্যমান আদালত ২৪টি বাসকে মোট ৯২ হাজার টাকা জরিমানা করেছে বলে বিআরটিএ’র পক্ষ থেকে জানানো হয়।

এর আগে বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। আর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া পূর্বের ন্যায় ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারিত থাকবে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত