ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

চাক্তাই খালে ঝাঁপ দিয়ে প্রাণ গেলো দুইজনের

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ১৮:৫০

চাক্তাই খালে ঝাঁপ দিয়ে প্রাণ গেলো দুইজনের
ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, মামুন (১৮) ও হৃদয় (১৩)।

শনিবার বেলা ৩টার দিকে জোয়ারের সময় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে লাফ দিলে গলায় রড ঢুকে মারা যায় মামুন। আর হৃদয় নামে আরেক যুবকের খালের পানির নিচে থাকা প্লাস্টিকে আবর্জনায় পা আটকে ডুবে মারা যায়। নিহত দুজনই বাকলিয়ার মহাজন পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে গোসল করে এসে মায়ের সাথে ভাত খাবে বলে বের হয় দুই বন্ধু। চাক্তাই খালে তারা প্রায়ই জোয়ারের পানিতে লাফ দিয়ে খেলা করতো। আজকেও তারা পার্শ্ববর্তী একটি ভবন থেকে জোয়ারের পানিতে লাফ দিয়েছিল। কিন্তু লাফ দেয়ার পর আর খাল থেকে তারা উঠতে পারেনি।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে এসে আমরা প্রথমে নিখোঁজ মামুনের লাশ উদ্ধার করি। তার গলায় লোহার আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত পানির নিচে থাকা কোন লোহার সাথে তার আঘাত লাগে। এর প্রায় ৩০ মিনিট পর খালের নিচে আটকে থাকা হৃদয়ের লাশও উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম। তিনি বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত