ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করলেন থাই রাষ্ট্রদূত

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ২৩:০৮

ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করলেন থাই রাষ্ট্রদূত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আদমকাঠির ফ্লোটিং পেয়ারা পার্কে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পিরোজপুরের পেয়ারার ভাসমান বাজার ও বাগান পরিদর্শন করেছেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাষ্ট্রদূত উপজেলার আটঘর কুড়িয়ানার পেয়ারার ভাসমান বাজার ও আদমকাঠির পেয়ারাবাগানের দুটি পার্ক ঘুরে দেখেন। পরে ঝালকাঠির ভিমরুলি ভাসমান বাজারে যান তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টার দিকে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর বরিশাল থেকে সড়কপথে নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা বাজারে পৌঁছান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন তাকে স্বাগত জানান। এরপর রাষ্ট্রদূত আটঘর কুড়িয়ানা খালে পেয়ারার ভাসমান বাজার ঘুরে দেখেন। সেখান থেকে ট্রলারযোগে পেয়ারার বাগানে বেড়াতে যান। এ সময় রাষ্ট্রদূত আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি গ্রামে পেয়ারাবাগানে গড়ে তোলা ফ্লোটিং পেয়ারা পার্ক ও রিয়ান পেয়ারা পার্ক ঘুরে দেখেন।

ইউএনও মো. মোশারেফ হোসেন বলেন, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পেয়ারার ভাসমান বাজার ঘুরে দেখার পাশাপাশি পেয়ারাবাগানের সৌন্দর্য উপভোগ করেন। বেলা একটার দিকে তিনি ঝালকাঠির ভিমরুলি ভাসমান বাজার দেখার উদ্দেশ্যে কুড়িয়ানা ত্যাগ করেন।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত