ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

শিল্পকলার উপ-পরিচালকের মরদেহ টয়লেট থেকে উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০৪:০২

শিল্পকলার উপ-পরিচালকের মরদেহ টয়লেট থেকে উদ্ধার
ছবি: সংগৃহীত

জাতীয় নাট্যশালার টয়লেট থেকে শিল্পকলা একাডেমির অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ জানান, উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. শহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি জানান, পরিচ্ছন্নতা কর্মীরা এক ব্যক্তিকে জাতীয় নাট্যশালার টয়লেটে পড়ে থাকতে দেখেন। দরজা ভেঙে উদ্ধারের পর দেখা যায় তিনি একাডেমির উপ পরিচালক শহিদুল। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, জানা যায় আগেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

কালচারাল অফিসার হিসাবে শহিদুল শিল্পকলা একাডেমিতে নিয়োগ পান। পরে অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের উপ পরিচালকের দায়িত্ব দেয়া হয় তাকে।

শনিবার রাত ১১টার দিকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শহিদুলের প্রথম জানাজার পর মরদেহ সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে রওনা হয়।

রোববার সকাল ১০টায় দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে বলে জানান হাসান মাহমুদ।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত