ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

জকিগঞ্জে অনুশীলন কালে এক বিজিবি সদস্যের মৃত্যু

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ১৬:২২

জকিগঞ্জে অনুশীলন কালে এক বিজিবি সদস্যের মৃত্যু

সিলেটের জকিগঞ্জে অনুশীলনকালে ‘দুর্ঘটনাজনিত ফায়ারে’ গুলিবিদ্ধ হয়ে নিশান ভৌমিক (২৯) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইওর বিওপিতে এ ঘটনা ঘটে। তিনি সেখানে সিপাহী সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নিশান ভৌমিক নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে। তার দুই ছেলেসন্তান রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

তিনি জানান, রোববার সকালে ‘অস্ত্রের মেকসেফ ড্রিল’ অনুশীলনের সময় ‘দুর্ঘটনাজনিত ফায়ারে’ গুলিবিদ্ধ হন নিশান ভৌমিক। দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা দেন বিজিবি সদস্যরা। কিন্তু পথে তার অবস্থার অবনতি হলে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়া হলে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ জার্নাল/এসএম

  • সর্বশেষ
  • পঠিত