ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বিটিআরসি’র লাইসেন্স ছাড়া বিদেশি মোবাইল বিক্রি, গ্রেপ্তার ৮

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ২০:২২

বিটিআরসি’র লাইসেন্স ছাড়া বিদেশি মোবাইল বিক্রি, গ্রেপ্তার ৮
ছবি-নিজস্ব

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা পাকা মসজিদ মার্কেট ও শ্যামপুর এলাকা থেকে বিটিআরসির অনুমোদন বিহীন বিপুল পরিমাণ মোবাইল ফোনসেটসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

সোমবার ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার র‌্যাব-১০ ও বিটিআরসি’র প্রতিনিধিদের সমন্বয়ে প্রথক দুটি অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে তালতলা পাকা মসজিদ মার্কেট এলাকা থেকে বিটিআরসি’র লাইসেন্স ছাড়া বিদেশি মোবাইল মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে ৭ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-নাইমুল হক, আবুল কালাম আজাদ, আরিফ হাসান, ইকরাম হোসেন, রায়হান, মাইনুল আহম্মেদ ও অনিক হোসেন। তাদের কাছ থেকে বিটিআরসি’র অনুমোদনহীন ৯৪টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

এদিকে শ্যামপুরের জুরাইন এলাকায় অপর অভিযানে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করার অপরাধে চন্দন দাস নামের একজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। তার কাছ থেকে চোরাইকৃত ২০টি মোবাইল হ্যান্ডসেট ও ১টি ব্যবহৃত মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস

  • সর্বশেষ
  • পঠিত