ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৬

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ২০:২০

টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৬

টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার এই অভিযান পরিচালনা হয়।

কোস্ট গার্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসার তথ্য পেয়ে অভিযান চালায় কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন ও ডিএনসি।

অভিযান চলাকালে বাংলাদেশের সীমানায় ১টি ফিশিং বোট দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি না থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে এবং ৫জন মাদক পাচারকারীকে আটক করে।

পরে বোটটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ ইয়াবা, ফিশিং বোট এবং আটক ৬ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএম

  • সর্বশেষ
  • পঠিত