ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ভারতে পাচার হওয়া ৮ নারী ফিরলেন দেশে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০২:৪৮

ভারতে পাচার হওয়া ৮ নারী ফিরলেন দেশে

বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ভারতে পাচার হওয়া ৮ নারীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসারা হলেন- লিজা মন্ডল, বৃষ্টি আক্তার, রেবেকা খাতুন, নাসরিন মন্ডল, রেবেকা আক্তার, সুলতানা বেগম, হেলেনা খাতুন ও রিতু আক্তার। তাদের বাড়ি ঢাকা, যশোর, কুমিল্লা, খুলনা, গোপালগঞ্জ ও ভোলায়।

জানা গেছে, ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের কর্মসংস্থান ও আইনি সহায়তা দেবে জাস্টিস অ্যান্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতি।

এ বিষয়ে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এরিয়া ম্যানেজার অপূর্ব কুমার শাহা জানান, ভালো কাজের প্রলোভনে সীমান্ত পথে তিন বছর আগে দালালের মাধ্যমে তাদের ভারতে পাচার করা হয়েছিলো। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে আদালত তাদের একটি ভারতীয় মানবাধিকার সংস্থার হেফাজতে দেয়। এরপর তিনবছর পর দু'দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত